জাতী গঠনে সুশিক্ষার ভূমিকা শিক্ষা জাতির মেরুদন্ড

জাতি গঠনের শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার মাধ্যমেই আরবের তৎকালীন বর্বর জাতিকে সভ্য জাতিতে পরিণত করেছেন।

যে জাতি সামান্য ও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয় নিয়ে যুগ যুগ ধরে কলহের জেরে নিজেদেরকে আবদ্ধ করে রেখেছিল, সুশিক্ষার আলো তাদের মাঝে ছড়িয়ে পড়লে তারা সোনালী মানুষে পরিণত হয়ে যায়। তাই ১৪০০ বছর পর আজও সে জাতির অনুসরণ করে হাজারো পথভোলা মানুষ পথের সন্ধান পাচ্ছে। নিজেদেরকে ন্যায় ও নীতির দিকে নিয়ে যেতে তাদের অনুসরণ করে চলছে। আরব্যজাতির এই অর্জনের পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছে সুশিক্ষা। সেজন্য বলা হয় শিক্ষা নৈতিকতা উন্নতির মূল কথা।

কোন জাতির অধঃপতন ও নিপতন সাধন হলে দেখা যায় তাদের মধ্যে সুশিক্ষার ব্যাপক অভাব রয়েছে। বলা যায় সুশিক্ষার অভাবেই তাদের অধঃপতনের পথ ত্বরান্বিত হয়েছে। পক্ষান্তরে উন্নতি অগ্রগতি দেখা গেলে সে জাতির সুশিক্ষার ধারক বাহক সে কথার প্রমাণ মিলে। প্রমাণ অতীত ইতিহাসে বারবার মিলেছে বর্তমানেও এর জুড়ি কম নয়। সুতরাং আমরা নিজেদের উন্নতি অগ্রগতির পথে এগিয়ে নিতে সুশিক্ষাকে জীবনের অবিচ্ছেদ্য পাথেয় হিসেবে গ্রহণ করার বিকল্প নেই।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on email